Learner's Opinion About Course

Roksana Akter

আমি Dewan ICT প্রতিষ্ঠান থেকে APGDF এই কোর্স করছি ৷ এখানকার প্রতিটা শিক্ষকের ব্যবহার অনেক মার্জিত এবং শান্ত মেজাজ এর ৷ তারা খুবই ভালোভাবে আমাদের প্রতিটা বিষয় বুঝিয়ে থাকেন ৷ আমি খুবই সন্তুষ্ট এই প্রতিষ্ঠানের প্রতি ৷

Umma Abiha Arza

Dewan ICT তে বর্তমানে আমি গ্রাফিক ডিজাইন কোর্স করতেছি ৷ এর আগে আমি অফিস কোর্স ও করেছি ৷ এখানের instructor যারা ,তারা ভালো ভাবে বুঝায় ৷ না বুঝলে তারা পুনরায় বুঝাতে কোন দ্বিধাবোধ করে না ৷ আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি ৷

Arin Rajbongshi

আমি কখনো ভাবিনি যে আমি এতো ভালো ভাবে কম্পিউটার শিখতে পারবো ৷ প্রথম প্রথম আমার ভয় হতো আমি কি পারবো ?এখন মনে হয় আমি সঠিক জায়গায় এসেছি ৷ অনেক ধন্যবাদ সবাইকে ৷

Sumi AKter

আমি দেওয়ান আইসিটি প্রতিষ্ঠান থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি ৷ এই প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের অনেক সাহায্য করছে এবং আমার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে যথেষ্ট সাহায্য করছে ৷ আলহামদুলিল্লাহ দেওয়ান আইসিটি তে ক্লাস করে আমি সফল হতে পেরেছি ৷ ধন্যবাদ সবাইকে ৷

Md. Jimel

আমি দেওয়ান আইসিটি তে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছি ৷ এখানকার শিক্ষকরা অনেক ভালোভাবে আমাকে কোর্সটি করতে সাহায্যে করছে ৷ এইখানের শিক্ষার মান অনেক ভালো ৷ আমি দেওয়ান আইসিটি এর প্রতি কৃতজ্ঞ ৷ ধন্যবাদ সবাইকে ৷

Jannat Ara

I’m Fully satisfied of Marzia Mita Apu’s WordPress Customization Course. She is not only a good teacher also a good person at heart. I like her for friendly behavior. And that’s why classes seem so easy to understand. When I get a chance, I want to do this course again.

Rakib Islam

I am Rakibul Islam. I have been enrolled in a WordPress course at Sancus Technology Ltd. for the past few days. From the class, I understood that professional work is taught in this institute. In a word, it is a very good institution for freelancing. Those who are new and interested in learning freelancing like me can come and visit this institute. I hope you like it and get good results if you get admitted.

Mh Khaled

I enrolled in Laravel course in Sancus Technology Ltd. This course was well organized and the instructor was very knowledgeable about the course. The instructor was very open about problem solving and answering all our questions. Thanks to Sancus Technology Ltd for pulling on this fantastic course.

Maruf Haider Saikat

আমি সানকাস টেকনোলজি থেকে ওয়েব ডিজাইন শিকছি ৷ এখানে প্রতিটি কাজ অনেক ভালোভাবে শিখানো হয় এবং টিচারদের ব্যবহার সুন্দর ও মার্জিত ৷

Md. Mamun Miah

আমি সানকাস টেকনোলজি তে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কোর্স করতেছি ৷ এখানকার শিক্ষকদের ব্যবহার অনেক ভালো ৷ আমি এখানে কোর্স করে অনেক ভালো কিছু শিখতে পারছি ৷ ধন্যবাদ সানকাস টেকনোলজি আমাদেরকে এতো ভালো কিছু শিখানোর জন্য ৷

Maruf Haider Saikat

আমি সানকাস টেকনোলজি থেকে ওয়েব ডিজাইন শিকছি ৷ এখানে প্রতিটি কাজ অনেক ভালোভাবে শিখানো হয় এবং টিচারদের ব্যবহার সুন্দর ও মার্জিত ৷

উম্মে হাবিবা সাদিয়া

নিজের ক্যারিয়ার নিয়ে শুরু থেকেই চিন্তিত ছিলাম। অবশেষে পরিচিত একজন ফ্রিল্যান্সার এর কাছ থেকে পেলাম পরামর্শ। তবে শুরুটা কিভাবে করবো,তা নিয়েও সংশয়ে ছিলাম।তখন Sancus Technology Ltd এর সন্ধান পাই।এর আগে একবার ব্যাসিক ICT এর কোর্সটাও এখানেই করি।এখানের টিচাররা অনেক বন্ধুসুলভ এবং তাদের ব্যবহারও।যা আমার খুবই ভালো লেগেছিলো।আশা করি,এখান থেকে আমি আমার জিবনের খুব ভালো কিছু অর্জন করতে পারবো।

Salma Akter

প্রথমত ফ্রিল্যান্সিং কোথায় করবো না করবো সেটা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম, যাক অবশেষে Sancus Technology Ltd এর সন্ধান পেলাম।  ১ম ক্লাস করার পরই অনেক ভালো লেগে গিয়েছিল। উনি এত সুন্দর করে খুটিনাটিগুলো বুঝিয়ে দেন। এটা সত্যিই অসাধারণ। আমি আশা রাখি, আমি যদি ওনার কাছে সম্পূর্ণ কোর্সটা শেষ করতে পারি, তাহলে আমি ভালো কিছু করতে পারব ইন শা আল্লাহ। আপনি সবসময় এভাবে করেই আমাদের সাপোর্ট হিসেবে থেকে যাইয়েন।

Md. Yamin

আমি Professional Web Design & Development কোর্সটি করে খুবই সন্তুষ্ট । Sancus Technology Ltd অনেক ভালোমানের একটি আইটি প্রতিষ্ঠান । আমি এখান থেকে খুব দ্রুত কাজ শিখতে পেরেছি । আমি বলতে পারি যে এখান থেকে কোর্স করলে আপনারা ভালো কিছু করতে পারবেন।

Scroll to Top